১১৩
সংবাদদাতা :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হেডমাস্টার ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়।
ভালোর সঙ্গে আলোর পথে স্লোগানকে ধারন করে ০৭ জুন বুধবার বিকেলে ফেনী দারুননাজাত মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মুহাম্মদ হেলালুদ্দিন।
ফারুক ভূঞা যুব মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা মোমারিজপুর হাইস্কুলের সিনিয়র শিক্ষক এটিএম আতিকুল ইসলাম (বাদল), দারুননাজাত মাদ্রাসা পরিচালক জামশেদুল আলম, বাংলাদেশ ইউনানি মেডিকেল এসোসিয়েশন নোয়াখালী শাখার সেক্রেটারি এমএ আল হেলাল প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের সাথে আম, কাঠাল, আনারস, লিচু, পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফল আহার করেন এবং শিক্ষার্থীদের টুপি উপহার দেন।