আজকের সময় প্রতিবেদক
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ডের আয়োজনে মেডিকেল ক্যাম্প বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় দেড় শতাধিক রোগীকে ব্লাড পেশার, ডায়াবেটিস টেস্ট ও ব্লাড গ্রুপ নির্ণয়, ডেন্টাল চেকআপ সেবা দেয়া হয়েছে।
জোন চেয়ারপার্সন ও ফেনী লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট রফিকুল হক নিপুর নেতৃত্বে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ডিষ্টিক্ট চিপ এ্যাডভাইজর লায়ন রুহুল আমিন ভূইয়া, রিজিওন চেয়ারপার্সন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ফেনী গ্লোরিয়াস প্রেসিডেন্ট মোঃ হোসাইন ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট সোনিয়া সুলতানা লিমা, অক্টোবর সার্ভিস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঞা, প্রোগ্রাম সেক্রেটারি সাংবাদিক এম শরিফ ভূঞা, গোল্ড সেক্রেটারি তাহমিনা তোফা সীমা, সানরাইজ ফাউন্ডেশনের পরিচালক কামাল উদ্দিন সহ আরো অনেকে।
এসময় ডা. জুবায়ের ইবনে খায়ের, ডা. আসিফ উদ্দৌলা সিফাত, ডা. শিহাব উদ্দিন মাহমুদ, ডা. মির্জা মিনহাজুল ইসলাম ও ডা. রাশেদ রোগীদের সেবা প্রদান করেন।