Home » পুবালি সাংস্কৃতিক কেন্দ্র এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুবালি সাংস্কৃতিক কেন্দ্র এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

by আজকের সময়

ফেনী প্রতিনিধি, আজকের সময় : 

” আমরা বিকশিত হবো পুবালির আঙ্গিনায় “- এই প্রত্যয়ে ১৯৯৬ সালের ১লা জানুয়ারীতে, ফেনীর মাষ্টার পাড়ায়, রামতারা শিশু পার্কের ঈশানকোণে ফেনী পৌরসভা প্রদত্ত ভবনে পথচলা শুরু করে দীর্ঘ ২৭ বছরে প্রাপ্তির ঝুলিতে অর্জিত হয়েছে অনেক অনেক জাতীয় পুরষ্কার। গৌরবান্বিত করেছে পুবালিকে।সমৃদ্ধ করেছে সাংস্কৃতিক অঙ্গনকে।শিক্ষায় বিনোদনে সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকার পাশাপাশি বৈশ্বিক মহামারী কোভিড কালীন সময়ের হোম কোয়ারান্টাইন চলাকালীন ত্রাণসামগ্রী নিয়ে শিল্পী পরিবারের পাশে দাঁড়ানো সাংস্কৃতিক সংগঠন পুবালি সাংস্কৃতিক কেন্দ্র,  ১লা জানুয়ারী ২০২৩খ্রি. রবিবার, সকাল ৯.০০টা থেকে দিনব্যাপী জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া কৌতুক, নৃত্য, গীত, আবৃত্তি সমন্বয়ে উৎসবমুখর আনন্দঘন অনুষ্ঠানমালায়,জেলা শিল্পকলা একাডেমিতে উদযাপন করছে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে শুভ উদ্বোধন করেন ফেনীর মান্যবর জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ উল হাসান মহোদয়। এই প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুর রহমান মহোদয়। জেলা কালচারাল অফিসার জনাব এসটিএম কামরান হাসান মহোদয়। এছাড়াও জেলার সাংস্কৃতিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ পুবালি সাংস্কৃতিক কেন্দ্রর কোমলমতি ছাত্র ছাত্রী সহ অভিভাবকবৃন্দের সরব উপস্থিতিতে পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর হয়ে উঠে।

আরো খবর