৭৬
জীবন নিঃসঙ্গের প্রহর
গোলাপ মাহমুদ সৌরভ
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
সৌদি আরব মক্কা
পোড়া চোখের জল গুলো যদি সমুদ্র হতো
তুমি সারাজীবন সাঁতরায়ে কিনারা পেতে না
অথই দরিয়ার মাঝে শুধুই হাবুডুবু খেতে
অবুঝ ভালোবাসা ভেঙে দেওয়ার মর্ম বুঝতে!
তুমি হীন একলা জীবন নিঃসঙ্গের প্রহর
তোমার পুরনো স্মৃতির আঙিনায় আমি ক্লান্ত
বিরহী মন সারাক্ষণ অস্থির একাকিত্বের ঢেউ তুলে
আমি আমার বেদনার নোনাজলে স্নান করি
আর রাত বিরাতে নিশি রজনীতে কাটে নির্ঘুম
অশ্রু সিক্ত নয়ন চেয়ে রয় মায়াবী রাতের পানে
আবেগে ভিজে চোখ ঝর্ণা প্রবাহিত হয় কান্না
কতোটুকুই শান্ত না পাই তুমি অভিনয়ে অনন্য