Home » কুলসুম শারমিনের দু’টি কবিতা

কুলসুম শারমিনের দু’টি কবিতা

by আজকের সময়

বইয়ের জগৎ
কুলসুম আক্তার শারমিন

বইয়ের পাতায় জ্ঞান ভরা,
খুঁজি জ্ঞান পিপাসুরা
রঙিন ছবির দুনিয়াতে,
ঘুরি বেড়াই কল্পনাতে।

বইয়ের সাথে বন্ধু করি,
নতুন কিছু শিখি, জানি।
বই যদি হয় সঙ্গী সাথে,
ভুলে যাই সব দুঃখ তাতে।

পড়তে পড়তে সময় যায়,
বইয়ের মায়া ছাড়া দায়
জীবনের পথে আলো দেয়
বই যে সবার সেরা তাই।

মধুর শৈশব
কুলসুম আক্তার শারমিন

শৈশবের মধুর খেলা,
রঙিন সেই দিন
মায়ের কোলে বসে শোনা
গল্প রঙিন।

প্রজাপতির পাখায় ভেসে
স্বপ্নেরা যায় দূর,
ধুলোমাখা পায়ে ছুটে
মাঠ ঘাট বহুদূর।

পুতুল খেলার ছলে
গড়ি সুখের ঘরবাড়ি,
গোল্লাছুটের দলে মিলে
মায়ার কাড়াকাড়ি।

শীতের মিষ্টি রোদে
উঠোনের এক কোনে
মন হারিয়ে যেত
পিঠা পুলির ঘ্রাণে।

মাটির গন্ধে মাখা
ছেলেবেলার সেই পথে,
হারিয়ে যাওয়া দিনগুলো
আজো মনকে ডাকে।

আরো খবর