২২
আজকের সময় রিপোর্ট ঃ
বিনোদনকর্মীদের সংগঠন মিডিয়া এসোসিয়েশন ফেনী জেলা কমিটি ফেনীর ক্রাউনওয়েস্ট চাইনিজ রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে গঠিত হয়।
উপস্থিত সর্বসম্মতিক্রমে এতে আহবায়ক পদে প্রযোজক সৈয়দ আকরাম ও সদস্য সচিব সংগীত শিল্পী মিঠু খাঁন মনোনীত হয়েছেন।
আহবায়ক কমিটি ১১জন সদস্য নিয়ে গঠিত হয়।
আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
শেষে সিঙ্গার মিঠু খানের জন্মদিন উপলক্ষে অতিথিবৃন্দ কেক কাটেন ও ফুলেল শুভেচ্ছা জানান।