Home » আরাফাত হোসেনের কবিতা নদী ভাঙন

আরাফাত হোসেনের কবিতা নদী ভাঙন

by আজকের সময়

নদী ভাঙন
আরাফাত হোসেন

 

যাক সব ভেসে যাক
প্লাবনের সাথে ভেসে যাক।
মুছাপুর এলাকা বাড়ি সব গুলো।
যেখানে খুশি যতো দূর
নদী ভেঙে নিয়ে যাক।

আমি ও ভেসে যাবো
আমার বাড়ি সাথে।

ওই নদী জোয়ার ভাটা
সাথে আমিও চলে যাবো
নিখাদ বঙ্গোপসাগরে।

আরো খবর