Home » ফেনী লেখক ফোরামের দোয়া ইফতার

ফেনী লেখক ফোরামের দোয়া ইফতার

by ajkersomoy

ফেনী প্রতিনিধি, আজকের সময় :

ফেনী লেখক ফোরাম এর উদ্যোগে ফেনীর সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে মঙ্গলবার সন্ধ্যায় ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ফেনী লেখক ফোরাম এর সহপরিচালক কবি হেলাল শাহাদাত এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার। সভাপতিত্ব করেন শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম একরামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ামী ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াস, বলপয়েন্ট এর সাধারণ সম্পাদক কবি ইকবাল আলম, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি ইকবাল চৌধুরী, ফেনী সাংস্কৃতিক পরিষদের পরিচালক এস এম মাছুম বিল্লাহ, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী মতিউর রহমান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন ফেনী লেখক ফোরাম এর পরিচালক কবি সাইফ ফরহাদী।
ইফতার মাহফিলে ফেনীর বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক, শিল্পী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব গন উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন বসুরহাট ইসলামীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফয়েজ উল্লাহ।

আরো খবর