১৭
বক্তব্য রাখেন উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, ছেরাজল হক আদর্শ দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা ইব্রাহিম খলিল, বিজয়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা আমিরুল ইসলাম, অনুষ্ঠান আয়োজক কমিটির অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরন, মো: সোহাগ, সাইফ উল্যাহ, মো: বায়োজিদ প্রমুখ।
আজকের সময় প্রতিবেদক :
ফেনীর দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতার বাঁচাই পর্ব দুুধমুখা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ২২ মার্চ রবিবার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হবে।
ইসলামী সংগীত প্রতিযোগিতায় প্রায় অর্ধশাতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে বিচারকমন্ডলী দশজনকে ইয়েস কার্ড প্রদান করেন।
সাংবাদিক এম শরীফ ভূঞা ও কামরুল হাসান রিজভীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইস্কান্দার শাহজাদা বাবু।

ইয়েস কার্ড প্রদান শেষে সভাপতির বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক মাস্টার কামাল উদ্দিন।
বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন আল আমিন শিল্পী গোষ্ঠির পরিচালক নুরুল আবছার তারেক, সহ পরিচালক ফখরুল আলম রাকিব, দাগনভূঞা আহমদিয়া মাদ্রাসার সাংস্কৃতিক শিক্ষক আবদুল্যাহ আল জাবের।
সুস্থ সংস্কৃতি বিরাজমান রাখতে ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের এমন কার্যক্রম প্রশংসার দাবি রাখে বলে মনে করেন অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ।