Home » তারুণ্যের উৎসব পরশুরামে বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

তারুণ্যের উৎসব পরশুরামে বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

by আজকের সময়
পরশুরাম প্রতিনিধি:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরশুরামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১ জানুয়ারি) সকালে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে তারুণ্যের উৎসব উদযাপনে ইউএনও’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা ইফতেখার হাসান ভূঁইয়া, পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম সনৎ কুমার ঘোষ,উপজেলা আইসিটি অফিসার ইমরান হোসেন,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল কাদের মিনার প্রমুখ।
এসময় সভায় ইউএনও বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫২ দিনব্যাপী তারুণ্যের উৎসব সারা দেশের ন্যায় পরশুরামেও উদযাপন করা হবে। এতে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন এবং দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবেন।’

আরো খবর