রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ১০ম বার্ষিক সভা
ইঞ্জি. মোহাম্মদ হানিফ প্রেসিডেন্ট ইলেক্ট, আবু সুফিয়ান মাসুম প্রেসিডেন্ট নমিনী, দিপুল মিল্লাত সেক্রেটারী
সংবাদ বিজ্ঞপ্তি :
০১ জানুয়ারী ২০২৫ বুধবার হোম প্লাস কনভেনশন হলে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ১০ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ রোটারীবর্ষের প্রেসিডেন্ট সহ ২০২৫-২৬ রোটারীবর্ষের পূর্ণাংগ বোর্ড সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিগত ২০২৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ৯ম বার্ষিক সভায় ২০২৫-২৬ রোটারীবর্ষের প্রেসিডেন্ট হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ক্লাব নির্বাচন বোর্ডের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার পিপি সাইদুল মিল্লাত মুক্তা পনের সদস্যের বোর্ডের মধ্যে দশটি পদের বিপরীতে প্রেসিডেন্ট (নমিনী) ২০২৬-২৭ পদে মোহাম্মদ আবু সুফিয়ান মাসুম ও সেক্রেটারী ২০২৫-২৬ পদে আরাফাত উল মিল্লাত দিপুল সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের এবং প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জি. মোহাম্মদ হানিফ চারটি পদে মনোনীতদের নাম ঘোষণা করেন। ১ জুলাই ২০২৫ থেকে কার্যকাল শুরু হওয়া ২০২৫-২৬ রোটারীবর্ষের জন্য পনের সদস্যের বোর্ড সদস্যরা হলেনঃ প্রেসিডেন্ট পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, আইপিপি পদে মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া (পদাধিকারবলে), প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে মোহাম্মদ আবু সুফিয়ান মাসুম, ভাইস প্রেসিডেন্ট পদে জসিম উদ্দিন, সেক্রেটারী পদে আরাফাত উল মিল্লাত দিপুল, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ এলাহী হানিফ খন্দকার, ট্রেজারার পিপি মোহাম্মদ শহীদ উল্যাহ, পাঁচটি ডাইরেক্টর পদে যথাক্রমে সিপি আবদুল আউয়াল সবুজ, পিপি সাইদুল মিল্লাত মুক্তা, পিপি মোহাম্মদ শাহাদাত হোসেন, মোর্শেদী এলাহী শিপন ও হাজেরা হানিফ শিউলি, সার্জেন্ট এট আর্মস ওবায়দুল্যাহ মামুন , জয়েন্ট সার্জেন্ট এট আর্মস, বুলেটিন এডিটর সেকান্দর বাদশা, জয়েন্ট এডিটর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া এবং ক্লাব লার্নিং ফেসিলিটেটর পদে পিপি এডভোকেট রাশেদ মাযহার।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্লাব সদস্যদের প্রাণবন্ত অংশ গ্রহণে সভার সমাপ্তি ঘটে।