Home » পরশুরামে মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের মারামারি

পরশুরামে মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের মারামারি

by আজকের সময়

মহি উদ্দিন, পরশুরাম, আজকের সময় :

পরশুরাম পৌর এলাকার দুবলাচাঁদ জামে মসজিদের কমিটি নিয়ে মির আহমেদ চৌধুরী ও তাঁর ভাই আনোয়ার চৌধুরী সহ বর্তমান কমিটির আওয়ামী লীগ নেতা রিপনের সাথে বিরোধ চরম আকার ধারন করেছে।
দীর্ঘ ৭ বছর রিপন কোনো কমিটি ছাড়া দায়িত্ব পালন করেন সভাপতি এবং সাধারণ সম্পাদকের একই পদে। কিন্তু দীর্ঘ ৭ বছর মসজিদ পরিচালনা করার পর রিপন কে মসজিদের হিসাব এবং রেজুলেশন চাইলে তিনি জানান, রেজুলেশন খাতাটা ইঁদুরে খাইছে, আঁই কিয়া করমু। কিন্তু টানা ৭ বছরের হিসাবনিকাশ নিয়ে চলছে নয়ছয়। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতা রিপন। এছাড়া আওয়ামী লীগ নেতা রিপনের বিরুদ্ধে অর্থ আত্বসাতসহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে।মুসল্লীরা কমিটি করার জন্য বললে রিপন বলতেন, কিসের কমিটি, মসজিদের কমিটির কি দরকার আমরা সবাই সভাপতি এবং সবাই সাধারণ সম্পাদক। নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় একজন প্রবীণ মুরুব্বি বলেন, রিপনের আচার-আচরণের কারণে মুসল্লীদের অনেক মনে কষ্ট। এবং কিছু মুসল্লী অন্য মসজিদে নামাজ আদায় করে বহু দিন।শুধু মসজিদ না মাহফিলের জন্য কমিটি করতে চাইলে রিপন বাঁধা দিত। রিপনের এতু খুটির জোর কোথায়! জানেনা সাধারণ মানুষ। রিপন আওয়ামী লীগ করে এই কারণে সাধারণ মানুষ মুখ খোলেনা।

গত ৩রা মে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে আওয়ামী লীগ নেতা রিপনের বক্তব্য শুরু হলে তিনি আহ্বায়ক কমিটির বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বললে আনোয়ারসহ মুসল্লীরা প্রতিবাদ করেন।

প্রতিবাদের ঝড় উঠার সাথে সাথে মীর চৌধুরী ও আনোয়ার চৌধুরী সহ রিপনের পক্ষের লোকজনদের মধ্যে কিল-ঘুষি, হাতাহাতির ঘটনা ঘটে।হাতাহাতি করতে করতে একপর্যায়ে মসজিদ থেকে বাহির হয়ে রাস্তায় নেমে আসে উভয় পক্ষের মুসল্লীরা।ঘটনার পর আওয়ামী লীগ নেতা রিপন হাসপাতালে ভর্তি হয়।সন্ধায় থানায় যায় মামালা করার জন্য।পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন খাঁন জানান,এলাকা বাসীর শান্তি কথা চিন্তা করে মামলা নেওয়া হয় নি।
পরে আহ্বায়ক কমিটি নেতৃত্বে রাস্তা থেকে উভয় পক্ষের সকল মুসল্লীদের রাস্তা থেকে মসজিদে নিয়ে আসেন।
অবশেষে বিকেলে সকল মুসল্লীদের উপস্থিতিতে সবাইর সম্মতিতে আহ্বায়ক কমিটির নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিকেলে মসজিদের মুসল্লীদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিতে অত্র মসজিদের সভাপতি নির্বাচিত হন কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইকবাল বাবুল সিনিয়র সহসভাপতি, মো: সাজ্জাদ হোসেন মজুমদার সহসভাপতি, মো: মিজানুর রহমান সহসভাপতি, এ, কে এম সায়েম চৌধুরী মোতায়াল্লী, নজরুল ইসলাম মজুমদার মাছুম যুগ্ম সম্পাদক, জহিরুল ইসলাম রুবেল যুগ্ম সম্পাদক, মহি উদ্দিন মজুমদার মোহন সাংগঠনিক সম্পাদক, আবদুল হাই জনি কোষাধ্যক্ষ, মামুনুল ইসলাম চৌধুরী প্রচার সম্পাদক, কামরুল ইসলাম বাবর দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম বাবু সমাজ সেবা সম্পাদক, কমিটির সদস্য যারা হলেন। আবুল কালাম, মুকবুল আহাম্মদ, কাঁলাচান, এ, কে এম সাইফুল ইসলাম চৌধুরী, আলী আহাম্মদ, ইব্রাহিম মজুমদার, জাহাঙ্গীর হোসেন মজুমদার, ইসমাইল হোসেন মজুমদার, মোস্তাফিজুর রহমান মজুমদার ও দিদারুল আলম মজুমদার।

আরো খবর