প্রেস বিজ্ঞপ্তি:
সোনালী ব্যাংক পিএলসি কতৃক আয়োজিত কৃষিঋণ বিষয়ক এক
প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২৭ নভেম্বর,২৪ দিনব্যাপি জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় ফেনীতে অবস্থিত ৪৬টি ব্যাংকের ডিজি এম
,এজিএম, ম্যানেজার ও ঋণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালাটির
উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহি পরিচালক
আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি ঋণ
কমিটির সভাপতি ও প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ফেনী জেলা
প্রশাসক সাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামের পরিচালক মো: আরিফুজ্জামান । এছাড়া লিড ব্যাংক
সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হারুন
অর রশীদ, এ এইচ এম রেজাউল করিম ডিজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক
, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের রেজাউল করিম
উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তবে, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের
নির্বাহি পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকারদের প্রধান
কাজ হচ্ছে কাস্টমারের যথাযত সেবা প্রদান করা । এবং কাস্টমারকে
বুঝতে পারা। বাংলাদেশ এখনো শতভাগ কৃষির উপর নির্ভরশীল। তাই
কৃষকদের নানা প্রকার ক্ষুদ্র মাঝারি ঋণ দিয়ে তাদের কে সাবলম্বী করে
তোলা। কিন্তু বেসরকারি ব্যাংক গুলোতে এই ক্ষেত্রে বিমুখতা দেয়া যায়।
শুধু মাত্র ডিপেজিট নয় কৃষকদের কে ঋণ প্রদানে ব্যাংকগুলোকে
আরো উদ্যোগি হতে হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রের অর্থনীতির চাকাকে সচল রাখে ব্যাংক।
তাই দেশের জনগণ ও রাষ্ট্রের নাগরিকদের প্রতি ব্যাংকারদেও অনেক দায়
দায়িত্ব রয়েছে। আমজনতা যাতে ব্যাংক থেকে সেবা পায় সে দিকে
ব্যাংকারদের নজর দিতে হবে।
বাংলাদেশ বর্তমানে ১৮ কোটি মানুষের দেশ । কিন্তু খাদ্য ঘাটতি
নাগালের মধ্যে। এ সাফল্য কৃষকদের। করোনাকালিন সময়ে আমরা যখন
ঘরে, অফিসে বসে ছিলাম, কৃষকেরা কিন্তু তখনও মাঠে ছিল । তাই
নিজেদেও স্বার্থে হলেও কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক চট্ট্রগ্রামের পরিচালক
আরিফুজ্জামান বলেন, ফেনীতে প্রায় ৭৪ লাখ হেক্টর জমি রয়েছে । এর
মধ্যে একফসলী , দো ফসলি ও তিন ফসলী জমিও রয়েছে। কিন্তু মাত্র ১৮
ভাগ জমিতে চাষাবাদ হয়।
তিনি বলেন বাংলাদেশ হচ্ছে সবুজ ফসলের খেত। ফেনী ও এর ব্যতিক্রম
নয়। তাই খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষকদের কে প্রনোদনা ও ঋণ দিতে
হবে। তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিক রুপ দিলে দেশ সমৃদ্ধ হবে।
কৃষক যদি তার উৎপাদিত পণ্যের দাম পায় তখন সে নিজেকে গর্ব করে
বলতে পারতো সে কৃষক। তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে
তাদেরকে সুরক্ষা দিতে হবে। শুরুতে সভাপতির বক্তব্য দেন ফেনী জেলা
প্রশাসক সাইফুল ইসলাম।
কর্মশালার দ্বিতীয় পর্বে ছিল প্রশিক্ষণ কর্মশালা তাতে কৃষিঋণ
নীতিমালার উপর প্রশিক্ষন দেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম
পরিচালক রেজাউল করিম।
কৃষি ঋণ বিতরণে কৃষক/ গ্রাহক নির্বাচন , ঋণ প্রক্রিয়াকরণ ও
বিতরণ বিষয়ে প্রশিক্ষন ছিলেন সোনালী পিএলসির ডেপুটি
জেনারেল ম্যানেজার মো: হারুন অর রশীদ। কৃষিঋণ সুপারভিশন,
ফলোআপও রিকভারী বিষয়ে প্র২ি০২২
৬+৮শক্ষন দেন এ এইচ এম রেজাউল করিম,
ডিজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক।