Home » বোরো ধানের রোগ ও পোকামাকড় দমনে আলোকফাঁদ জনসচেতনতা

বোরো ধানের রোগ ও পোকামাকড় দমনে আলোকফাঁদ জনসচেতনতা

by আজকের সময়
ফেনী প্রতিনিধি : 
ফেনীর পরশুরাম উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ধানের বিভিন্ন প্রকার রোগ যেমন  ব্লাস্ট,  খোলপঁচা, খোল পোড়া, পোকামাকড়- বাদামী গাছ ফড়িং বিপিএইচ,  মাজরা, পাতা মোড়ানো পোকা  দমনের জন্য জনসচেতনতা মূলক লিফলেট কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার নেতৃত্বে মতিউর রহমান উপজেলার বিভিন্ন কৃষি ব্লকের সরেজমিনে ঘুরে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে এই লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় মির্জানগর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী আকবার, জাকেরা বেগম,  চিথলিয়া ইউনিয়ন এর যীশু ভৌমিক, পিন্টু কুমার দাস, পৌরসভার দেবাঞ্জন বণিক ও বক্সমাহমুদ ইউনিয়নের  নয়ন চন্দ্র নাথ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় নিজকালিকাপুর ও সাহেবনগর গ্রামে আলোকপাত স্থাপনের মাধ্যমে পোকার উপস্থিতি শনাক্ত করে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন চৌধুরীর জানান, উপজেলায়  ৩৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের চাষ করা হয়। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও  বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ কৃষকদেরকে নিরলসভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।  তিনি আরো জানান, বর্তমান সময়ে দুর্যোগ মোকাবেলায় ৮০ ভাগ ধান    পাকলেই কর্তন করে ঘর তোলার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।  প্রতিবছরের মতো চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ক্রয় করা হবে।  কৃষকগণ যাতে ন্যায্যমূল্যে বোরো ধান সরকারি গুদামে বিক্রি করতে পারেন সেই বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো খবর