ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
গতকাল বুধবার বিকেলে ফেনী জেলা আদালত সংলগ্ন আইনজীবী ভবনে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। প্রতিরোধ কমিটির আহবায়ক ও পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, ফেনী বারের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসাইন, প্রতিরোধ কমিটির ফুলগাজী প্রতিনিধি অ্যাডভোকেট হানিফ মজুমদার, আত্মার বন্ধন নামে সংগঠনের প্রতিনিধি নাজরানা হাফিজ, নারী সংগঠক জাহান আরা মণি, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার বাদল প্রমুখ।
সভায় বক্তাগণ ভারতীয় আগ্রাসন প্রতিরোধকল্পে সভা-সমাবেশ, প্রেস কনফারেন্স, লিফলেট বিতরণ, স্কুল-কলেজে সচেতনতামূলক সভা এবং বিভিন্ন মসজিদের ইমামদের মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আজকের সময়
স্টাফ রিপোর্টার :
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া ও প্রেগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ) কৃষি বিপণন অধিদপ্তর এর যৌথ আয়োজনে কৃষি ব্যবসায় তরুণ এবং নারী উদ্যোক্তাদের জন্য ১২ দিনব্যাপী অন-দ্যা-জব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ, কে, এম অলি উল্যা
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন পিএইচডি,
যুগ্ম-পরিচালক (গবেষণা ও মূল্যায়ন বিভাগ) মোঃ শফিকুর রশিদ, সহকারী পরিচালক মোঃ আরাফাত হোসেন প্রমুখ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার :
মোহাম্মদীয়া নূরানী ইবতেদায়ী মাদরাসায় শনিবার সকালে মঞ্জু আহমেদ স্যোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, মাদ্রাসা প্রধান ওলি উল্যাহ মানিক, দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ সম্পাদক এটিএম আতিক বাদল, আজকের সময় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিবেদক আবদুল আজিজ সায়েম প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি :
এফবিএম ফাউন্ডেশনের উপদেষ্টা, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক একরামুল হক দীর্ঘদিন থেকে সমাজ ও শিক্ষা উন্নয়নে নিরলস কাজ করে আসছেন। ২০২৪ সালে তিনি এফবিএম পদক অর্জন করেন। সোমবার আল মাদানী ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সমাজের উন্নয়নে হত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে থাকবেন এ প্রত্যাশা নেতৃবৃন্দের।
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের সাবেক ভিপি ও সরকার অনুমোদিত সানরাইজ ফাউন্ডেশনের সাবেক পরিচালক আবুল বাশার সবুজের পিতা মো: আবুল কাশেম এর মৃত্যুতে সানরাইজ ফাউন্ডেশন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা ও নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মারুফ এক বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দাগনভূঞা পৌর ২ নং ওয়ার্ড আজিজ ফাজিলপুর নিবাসী বুধবার দুপুর একটায় দুনিয়ার মায়া ত্যাগ করেন। একইদিন বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কম্পিউটার প্রশিক্ষণে দক্ষতা উন্নয়নে সাফল্যের ১৭ বছরে ফেনী আইটি সেন্টার
স্টাফ রিপোর্টার :
হাঁটি হাঁটি পা পা করে ফেনী জেলা শহরে প্রতিষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ১৭ বছর ধরে বেকারত্ব দূরীকরণে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী আইটি সেন্টারের সেবা চলমান। সাফল্যের এ ধারায় দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষনার্থী আজ স্বাবলম্বী।
ফেনী আইটি সেন্টার এন্ড কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞা জানান, বর্তমান প্রতিযোগিতার এ সময়ে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে। এই প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার জন্য কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি হয়ে উঠেছে।
বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা এক ধাপ এগিয়ে থাকেন কারণ তাদের কাছে বিশেষ দক্ষতা এবং জ্ঞান থাকে যা কর্মক্ষেত্রে অপরিহার্য। বিভিন্ন অফিস, কর্পোরেট সংস্থা, এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে।
কম্পিউটার প্রশিক্ষণ আমাদের বিভিন্ন দক্ষতা বাড়াতে সহায়তা করে। যেমন: টাইপিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, এবং আরও অনেক কিছু। এই দক্ষতাগুলি আমাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে কার্যকর হতে পারে।
কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ খুব দ্রুত এবং সহজভাবে করতে পারি। এতে সময় এবং শ্রমের সাশ্রয় হয়। উদাহরণস্বরূপ, ইমেইল, অনলাইন ব্যাঙ্কিং, এবং অনলাইন শপিং।
কম্পিউটার প্রশিক্ষণ আমাদের চিন্তাধারাকে আরও উদ্ভাবনী এবং সমস্যা সমাধানে দক্ষ করে তোলে। প্রোগ্রামিং এবং অন্যান্য প্রযুক্তিগত প্রশিক্ষণ আমাদের লজিক্যাল চিন্তা এবং বিশ্লেষণ ক্ষমতাকে বৃদ্ধি করে।
কম্পিউটার প্রশিক্ষণ আমাদের ব্যক্তিগত উন্নতি এবং স্ব-নির্ভরতা বাড়াতে সহায়ক। আমরা আমাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রোজেক্ট এবং কাজ সম্পন্ন করতে পারি যা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজেই সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। এর ফলে, আমরা বিভিন্ন সংস্কৃতি এবং ভাষার সাথে পরিচিত হতে পারি এবং আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াতে পারি।
কম্পিউটার প্রশিক্ষণ আমাদের শিক্ষাগত ক্ষেত্রেও অনেক উন্নতি আনে। ই-লার্নিং, অনলাইন কোর্স, এবং বিভিন্ন শিক্ষা সফটওয়্যার ব্যবহার করে আমরা আমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারি।
আজকের সময় প্রতিবেদক :
স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র কুরআন মাজীদ বিতরণ করা হয়েছে।
সোমবার ফেনী সদর উপজেলার মধুয়াই ফজলুল উলুম মাদরাসার ছাত্রছাত্রীদের মাঝে উক্ত কুরআন মাজীদ বিতরণ সম্পন্ন হয়। ফাউন্ডেশনের সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় কুরআন মাজীদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওঃ কারী এমরান হোসাইন,মাওঃ মো. সালমান, মাওঃ আবদুল কাইয়ুম, হাফেজ মো. সরাফত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সানিয়া মনিবা, যুগ্ন রক্ত বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হক রাফি সহ অন্যান্য সদস্য ও ছাত্রছাত্রী বৃন্দ।
ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদ জানান তাদের সকল উপদেষ্টা, সদস্য ও তাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও পরামর্শে এই কর্মসূচি চলমান থাকবে। এছাড়াও তারা ২০২০ সাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, অসহায়দের সহযোগিতা, রমজানে এতিম ও দুঃস্থ্যদের খাদ্য সামগ্রী বিতরণ, মূমুর্ষূ রোগীদের রক্তের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
আজকের সময় প্রতিবেদক :
বাংলা সাহিত্যের প্রতিশ্রুতিশীল উদীয়মান কবি আফসার আলাউদ্দিনের ৪৭তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সমতট সাহিত্যাঙ্গন, ফেনী এর উদ্যোগে ১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০.০০ টায় ফেনী ভিক্টোরিয়া হাই স্কুলের লাইব্রেরি কক্ষে কবিকে নিয়ে আলোচনা, নিবেদিত কবিতাপাঠ ও গান দিয়ে “কবি ও কবিতার গল্প” নামে এক মনোঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবি স্বাাধীন মুর্শিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমতট সাহিত্যাঙ্গনের সভাপতি কবি মোহাম্মদ শফিউল হক এবং কবি ও গল্পকার কামাল মাহতাব।
অনুষ্ঠানের শুরুতে সমতট সাহিত্যাঙ্গনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে কবিকে সম্মাননা জানানো হয়। পরে আগত কবি, সাহিত্যিক ও পাঠকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় অনুভূতি জানিয়ে কবি আফসার আলাউদ্দিন বলেন, “মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ।”
কবি আফসার আলাউদ্দিনকে ঘিরে স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নেন কবির বন্ধু, শুভাকাঙ্খি ও আগত গুনগ্রাহী পাঠকগন। কবিকে নিয়ে মূল আলোচনায় অংশ নেন কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী, কবি আর কে শামীম পাটোয়ারী, সাংবাদিক জহিরুল ইসলাম সুমন, কবি সালেহা খানম, কবি ও নাট্যকার এফ. আই ফিরোজী এবং কবি ও ব্যাংকার মোহাম্মদ মোসলেহ উদ্দিন। আলোচকদের আলোচনায় কবি আফসার আলাউদ্দিনের শৈশব, শিক্ষা ও সৃজন কর্ম সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়।
কবিকে নিবেদিত কবিতাপাঠে অংশ নেন কবি বকুল আক্তার দরিয়া, প্রবাসী কবি ইবনে বেলায়েত, কবি নিজাম ফরায়েজী, অভিনেতা মুহাম্মদ আবদুল কাইয়ুম, অনুবাদক নাজিম মোহাম্মদ, কবি ও সম্পাদক উত্তম অরণ এবং সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ আলমগীর হোসেন।।
অনুষ্ঠানকে আরো বেশি প্রানবন্ত করে জন্মদিনের কবির কন্ঠে গান ও আবৃত্তি। লালনগীতি পরিবেশন করেন- বিশিষ্ট সমাজকর্মী জামাল হোসেন শামীম।
অনুষ্ঠানে আফসার আলাউদ্দিনের বায়রা ভাই ও বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুর রহমান এবং ভাগিনা মোঃ জিয়াউর রহমান ও মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া শুভেচ্ছা জানাতে আরো আসেন কবি হেলাল শাহাদাত, কবি ও প্রকাশক মোস্তাফা মুহিত প্রমুখ।
দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ, লালমাই প্রশাসনের তারুণ্যের উৎসব
আজকের সময় প্রতিবেদক :
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিসের পরিচালনায় বৃহস্পতিবার হরিশচর স্কুল এন্ড কলেজ মাঠে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এতে লালমাই উপজেলার সকল পর্যায়ের যুব সংগঠন যুব উদ্যোক্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও সকল পর্যায়ের উদ্যোক্তাগনের সমন্বয়ে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:ফরহাদ আলম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহমুদুল্লাহ, সফল উদ্যোক্তা নাসির উদ্দিন মজুমদার। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন হরিরচর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন সহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফেনী জেলা আইনজীবি সমিতির নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে লড়বেন এডভোকেট তুহিন
কোর্ট প্রতিবেদক, ফেনী, আজকের সময় :
আসন্ন ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৫ আগামী ১৮জানুয়ারী অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন রেজাউল করিম ভূঁইয়া তুহিন।
ইতিপূর্বে তিনি ২০১৮সালে আইনজীবী সমিতির কমিটিতে কার্যনির্বাহী সদস্য এবং ২০২২ সালে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন নির্বাচনে বিজয়ী হতে সমিতির ভোটারদের কাছে ভোট এবং দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রত্যাশী।