আজ বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
Home » থানারহাট মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

থানারহাট মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

by আজকের সময়

স্টাফ রিপোর্টার :

সৎ ও যোগ্যতাসম্পন্ন আদর্শ নাগরিক গঠনের অঙ্গিকার নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর থানারহাট মডেল মাদ্রাসা সাফল্যের ১৭ বছরে কৃতিত্বের স্বাক্ষর রেখে এগিয়ে চলছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে পরিচালক মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল্যাহ মনির।
সহকারি শিক্ষক মাওলানা আবদুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামেয়া শরাফতিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, সহকারি শিক্ষক মাওলানা আবুল খায়ের, থানারহাট মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের সবক প্রদান করেন।
থানারহাট মডেল মাদ্রাসা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি কুরআনের আলো ছড়িয়ে দিচ্ছে। এ মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নিচ্ছে। ২৫ জন দক্ষ শিক্ষকমন্ডলী নূরানী, হিফ্জ, নাজেরা ও মডেল টেন পর্যন্ত শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়তে কাজ করছেন। বিগত বছরগুলোতে সমাপনী ও জেডিসি পরীক্ষায় শতভাগ পাশ ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে।
থানারহাট মডেল মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সবুজ জানান, অভিভাবক ও এলাকার সচেতন মহলের সহযোগিতায় দুনিয়া, আখিরাত ও বিজ্ঞান সম্মত বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থায় দৃষ্টান্ত সৃষ্টি ও আলোকিত সুনাগরিক গড়ে তোলার অঙ্গিকার।

আরো খবর