১০২
সংবাদ বিজ্ঞপ্তি :
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটি।
ইউনিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলমের লোকজন গোলাম রব্বানির ওপর হামলা চালায়। অফিসের কাজ শেষে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে তাদের হামলায় গুরুতর আহত হন গোলাম রব্বানি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
ফেনী সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ ফরিদ রতন ও সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোলাম রব্বানির ওপর চেয়ারম্যান মাহমুদুল আলম অসন্তুষ্ট ছিলেন। আগেও তিনি গোলাম রব্বানিকে নানাভাবে হেনস্তার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে তাকে হত্যা করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ফেনী সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ ফরিদ রতন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন এমনকি হত্যার ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়েছে। নিহত সাংবাদিক গোলাম রব্বানির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান।’
ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা বলেন, নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা। পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।