আজকের সময় প্রতিবেদক :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুফফা মডেল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন ওলামাবাজার দারুল উলুম আল হোসাইনা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আবু সায়েদ। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী আজগর আলী শামীম।
সুফফা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, সাবেক চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরি, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারি তানভীর হোসাইন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এমএস আরমান, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি এটিএম আতিকুল ইসলাম বাদল, এফটিভি দর্শক ফোরামের সদস্য আবদুল আজিজ সায়েম প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ হাফেজ সম্পন্ন ৫ জনকে সংবর্ধনা প্রদান করেন ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।