Home » শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা

শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা

by আজকের সময়

মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার :

“মুক্ত চিন্তা, মুক্তিযুদ্ধের চেতনা, ও দেশসেবা ” এই শ্লোগানকে বুকে ধারণ করে নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ আমানউল্লাহ স্মৃতি সং সদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা সদস্য মরহুম ওয়ালী উল্লাহ চৌধুরী এবং সংগঠনটির আজীবন দাতা সদস্য ও উপদেষ্টা সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল হকের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে, ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার কাজীরহাট বাজারে শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদ কার্যালয়ে সভাপতি মহিউদ্দিন মহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল এর সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, স্প্রেক্টা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সেলিম উল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, সানজি গ্রুপের কর্ণধার ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক (সিআইপি)
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, শহীদ আমানউল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কার্তিক লাল ভৌমিক,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুল হান্নান বাবুল,লংকাবাংলা ব্যাংকের(ঢাকা) সিনিয়র ম্যানেজার একরাম উল্লাহ চৌধুরী রাফি,সহসভাপতি আবদুল সাত্তার সহ অনেকেই। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,সেনবাগ- চাঁরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, উপদেষ্টা সদস্য মমিন উল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠালগ্নে বিশেষ অবদান রাখা মরহুম ওয়ালী উল্লাহ ও মরহুম আবদুল হক সাহেবের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং মরহুমদের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো খবর