আজ বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
Home » ১ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে ১ লাখ টাকা জরিমানা

১ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে ১ লাখ টাকা জরিমানা

by আজকের সময়

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ফুলগাজীর ইসলামপুর গ্রামে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা। সেখানে গিয়ে ব্যবসায়ী রিপন মিয়ার বাড়িতে ১২ লিটারের ৯০ কার্টন সয়াবিন তেল পান। তেলগুলো বেশি দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন রিপন।

এ অপরাধে তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় এসব সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে খোলা বাজারে বিক্রির জন্য লিখিত অঙ্গীকারনামা আদায় করা হয় তাঁর কাছ থেকে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।

আরো খবর