ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের বাঁশপাড়া মেডিসিন মার্কেটের সামনে হুন্ডা রাখাকে কেন্দ্র করে চ্যানেল এস এর ফেনী জেলা প্রতিনিধি আহসান উল্লাহকে মারধোর ও তার হুন্ডা ভাংচুর করা হয়েছে। এই ব্যাপারে আহসান উল্লাহ বাদী হয়ে জনৈক সন্ত্রাসী মুকুলকে আসামী করে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় সাংবাদিক আহসান উল্লাহ বাঁশ পাড়া মেডিসিন মার্কেটের পাশের একটি বিল্ডিয়ে কাজে যায়। এসময় আহসান উল্লাহ তার হুন্ডা বাঁশ পাড়া গলিতে রাখে।
দশ মিনিট পর আহসান উল্লাহ কাজ সেরে নীচে নেমে হুন্ডা নিতে গেলে জনৈক মুকুল তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। এসময় সে আহসানের মাথায় থাকা হেলমেট টেনে তাকে সহ মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয়, আহসানের গায়ে কিলঘুষি মারে। এক পর্যায়ে সে লাঠি দিয়ে তাকে প্রহার করে। এসময় রাস্তায় প্রচুর মানুষ জমে যায়। পরে আহত সাংবাদিক আহসানকে স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে পাঠায়।
ফেনীতে সাংবাদিক আহসান উল্লার উপর সন্ত্রাসী হামলা
৫১