৭৫
আজকের সময় প্রতিবেদক :
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইসলামিয়া আলিম মাদরাসার ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড, ঢাকা।
এতে মাদরাসার সভাপতি পদে এডভোকেট আশ্রাফুল আলম হায়দার চৌধুরীকে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে। ২৩ জানুয়ারি মাদরাসা বোর্ডের উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) মোঃ আবদুর রশীদ এর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এছাড়া পদাধিকারবলে মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হককে সদস্য সচিব, মোহাম্মদ আবদুর রহমানকে অভিভাবক সদস্য ও মোহাম্মদ আজিজুল হককে শিক্ষক প্রতিনিধি করা হয়।
সিনিয়র আয়কর আইনজীবি আশ্রাফুল আলম চৌধুরী হায়দার ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর গ্রামের কৃতি সন্তান, বাংলার বীর নবাব শমসের গাজীর বংশধর। তিনি তৈয়বা-আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলোকিত বার্তার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।