ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
গতকাল বুধবার বিকেলে ফেনী জেলা আদালত সংলগ্ন আইনজীবী ভবনে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। প্রতিরোধ কমিটির আহবায়ক ও পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, ফেনী বারের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসাইন, প্রতিরোধ কমিটির ফুলগাজী প্রতিনিধি অ্যাডভোকেট হানিফ মজুমদার, আত্মার বন্ধন নামে সংগঠনের প্রতিনিধি নাজরানা হাফিজ, নারী সংগঠক জাহান আরা মণি, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার বাদল প্রমুখ।
সভায় বক্তাগণ ভারতীয় আগ্রাসন প্রতিরোধকল্পে সভা-সমাবেশ, প্রেস কনফারেন্স, লিফলেট বিতরণ, স্কুল-কলেজে সচেতনতামূলক সভা এবং বিভিন্ন মসজিদের ইমামদের মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির সভা অনুষ্ঠিত
৩১