১৭১
গত ২৯ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আজহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে অ্যাড. রফিকুল ইসলাম খোকনের মনোনয়ন অনুমোদন দেন।
নিজস্ব প্রতিনিধি :
শিক্ষার মানন্নোয়নে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন শিক্ষার্থীদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।
বুধবার সকালে তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ ঘোষণা দেন।
শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির অপরাপর সদস্যদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান, দাতা সদস্য শাহাদাত হোসেন কায়েস চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য মফিজুর রহমান খোকন, মজিবুল হক, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, নুরুল আলম, আলী হায়দার খন্দকার, সালাহউদ্দিন নটন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাদিয়া ইসলাম সানি, শিক্ষক প্রতিনিধি ফাতেমা খাতুন, নুর মোহাম্মদ ও রুবী রানী বনিক।
