Home » রামপুর ৬ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

রামপুর ৬ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

by ajkersomoy

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
বাংলাদেশ জামায়েত ইসলামী রামপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোজাদার সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে আয়েশা জামে মসজিদ সংলগ্নে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়েশা জামে মসজিদের উপদেষ্টা মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রামপুর ইউনিয়ন শাখার সভাপতি ছানা উল্লাহ তামজীদের সঞ্চালনায় ও রামপুর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি আবদুর রহমান তানভীরের সার্বিক সহযোগীতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নায়েবে আমির ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন জামায়েত সেক্রেটারি মাষ্টার জাকির হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য ইমাম উদ্দিন পেয়ার, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি জিয়াউল হক জিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা ৫৫ নং ওয়ার্ড টঙ্গী শাখা বিএনপির সভাপতি একরামুল হক দুলাল, রামপুর ৬ নং ওয়ার্ড জামায়েত সেক্রেটারি নুরুল ইসলাম, ইবনে সিনা কোম্পানীর ডিপু ক্যাশ অফিসার মাওলানা সাইফুল্লাহ, আয়েশা জামে মসজিদ সভাপতি মাওলানা আবদুল্লাহ, কোম্পানীগঞ্জ ফেন্ডস সোসাইটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবি মামুন আশরাফ প্রমুখ।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো খবর