Home » ফুলগাজীর আনন্দপুরে ফ্রি ডেন্টাল চেকআপ

ফুলগাজীর আনন্দপুরে ফ্রি ডেন্টাল চেকআপ

by আজকের সময়

ফেনী প্রতিনিধি:

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পেল ফ্রি ডেন্টাল চেকআপ। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনব্যাপি এই ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি ডা: কাজী মো: ইস্রাফিল।

এতে স্বাগত বক্তব্য রাখেন আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন,ডা: মো: মশিউর রহমান, ফুলগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী।

ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইনে শিক্ষার্থীদের দাঁত পরীক্ষা ও দাঁতের বিভিন্ন সমস্যার পরামর্শ দিয়েছেন বিডিএস সার্টিফায়েড ডেন্টিস্টরা।

ক্যাম্পেইনে ডা: বেলায়েত হোসেন নয়ন, ডা: শরফুদ্দিন, ডা: ইরফান হোসেন মজুমদার, ডা: শাম্মি আক্তার, ডা: জুবায়ের হোসেন, ডা: আরিফ বিন ইসলাম, ডা: আবদুল্লাহ রিয়াদ, ডা: ইসতিয়াক আহম্মদ ভূঁইয়া, ডা: অয়ন, ডা: মিসবাহ, ডা: রাফি, ডা: অনিক, ডা: সৌরভ শিক্ষার্থীদের সেবা দিয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে চিকিৎসকরা বলেন, আত্মবিশ্বাসী হাসি ধরে রাখতে দাঁতকে ভালো রাখাটা খুব জরুরি। নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনই নিয়মিত ডেন্টাল চেকআপ আমাদের দাঁতকে ভালো রাখতে সাহায্য করে। ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইনে প্রত্যেক শিক্ষার্থীদেরকে পেপসোডেন্ট এর সৌজন্যে একটি করে টুথব্রাশ ও টুথপেস্ট উপহার দেওয়া হয়।

আরো খবর