Home » চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তরের বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণ উদ্বোধন

চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তরের বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণ উদ্বোধন

by ajkersomoy

চান্দিনা (কুমিল্লা), আজকের সময় :

১৯ মে সোমবার চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট) তৃতীয় পর্যায়ে প্রথম সংশোধনী শীর্ষ প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মো: শামসুজ্জামান উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আল নূর সহকারী কমিশনার (ভূমি), নজরুল ইসলাম সরকার সহকারি পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফরহাদ আলম খান এর সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বি আর ডিবি কর্মকর্তা আবু জাফর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল বারি, হাবিবুর রহমান ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।

আরো খবর