আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ, আজকের সময় :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর থানারহাট মডেল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে থানারহাট মডেল মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ।
সহকারি শিক্ষক মাওলানা আবদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শাজ জাহান, মোহাম্মদ আব্দুস সাকুর তাইসির ও নোমান সিদ্দিক।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য রাখেন নাবিহা সুলতানা ও হাফেজ নুরুল আবছার।
এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক হেলাল উদ্দিন, কাজী মানিক, শাহ জালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী ৩৮ জন পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ও পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
থানারহাট মডেল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান
২৩