- কুমিল্লা প্রতিনিধি, আজকের সময় :
কুমিল্লা চান্দিনা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক ক্রিড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রিড়া কমিটির সভাপতি নাজিয়া হোসেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও চান্দিনা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সচিব মো: ফরহাদ আলম খান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ আনারুল আজিম,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোহাম্মদ সালামাত উল্লাহ, উপজেলা তথ্য আপা রুবাইয়া জাহান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল বারী, হাবিবুর রহমান।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান ও ছাত্রছাত্রী বৃন্দ, যুব সংগঠক, যুব উদ্যোক্তা ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।