কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে বন্ধু কল্যাণ পরিষদ দাখিল ব্যাচ ২০০৫ এর উদ্যোগে শতাব্দীর ঐতিহ্যবাহী বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার প্রয়াত শিক্ষকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাবেক ছাত্র রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব আজগর আলী শামীম। শিক্ষকদের অনুভূতি নিয়ে বক্তব্য রাখেন বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুস সাঈদ সোহেল।
ছাত্র ও শিক্ষকদের স্মৃতিচারণে বক্তব্য রাখেন সাবেক ছাত্র দেলোয়ার হোছাইন ও নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে দাখিল ব্যাচ ২০০৫ এ থাকাকালীন শিক্ষক নুর নবী বাহার, শিহাব উদ্দিন, মনিরুস সাঈদ, আবুল খায়ের, আনিছুল হক, ইউসুফ আব্দুল হাইকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার প্রয়াত শিক্ষকদের স্মরণ ও দোয়া করা মুনাজাত হয় হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সদস্য, ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতারের সূচনা হয়।