কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে জাতীয়তাবাদী প্রবাসী কল্যানের প্রধান উপদেষ্টা আনোয়ার অনিক স্বপনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রামপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে নিম্নবিত্ত ও অসহায় শতাধিক মানুষের মাঝে আল মোবারক রোড় সংলগ্নে উক্ত ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নুরুল আমিন সুমনের সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুর রেজ্জাক বেলাল।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হক, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম বুলবুল, রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর , রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী সবুজ, উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন শামীম, রামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন ওয়াশিম, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহমদ চৌদুরী, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বপন, রামপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ সভাপতি নুরুল আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান সাহাব, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল হক।
এছাড়াও আবু সায়েদ, ডালিম, করীম, রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।