আজকের সময়, চট্টগ্রাম :
আঞ্জুমান-এ-খোদ্দামুল মুসলেমিনের ব্যবস্থাপনায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নবম দরসুল কোরআন মাহফিল শনিবার অনুষ্ঠিত হবে। ভ্রান্ত তাফসির রোধ ও সঠিক ব্যাখ্যা তুলে ধরার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তারা ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান।
মাহফিল প্রস্তুতি কমিটির সচিব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেন, ‘এবারের মাহফিলে জাতীয় মসজিদের খতিব প্রফেসর সালাউদ্দিন, নেছারিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির আল্লামা জয়নুল আবেদিন জুবাইর, কমলাপুর মসজিদের খতিব শেখ খোন্দকার গোলাম মাওলা নকশবন্দি উপস্থিত থাকবেন। মাহফিলে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে। ’
আঞ্জুমান-এ-খোদ্দামুল মুসলেমিন সৌদি আরব শাখার চেয়ারম্যান হাফেজ হারুন মোস্তফা আল রশিদ জানান, সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলিমরেএতে অংশগ্রহণ করবে। মাহফিলে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছি । ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ