কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাঝির টেক প্রাইজমানি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মানিকপুর ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন ও মুক্তবিহঙ্গ স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়।
শনিবার সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নে মাঝির টেক এলাকায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোরছালীন হোসেন শামীমের সভাপতিত্বে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গাজী মুহাম্মদ ফৌজুল আজিম প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।
সংবাদকর্মী কামরুল হাসান রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন ,বিএনপি নেতা কামাল উদ্দিন,চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ আল হারুন সিআইপি, চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল ,সম্পাদক আবুল কালাম আজাদ,চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিজান,পুলিশের উপ-পরিদর্শক নুরুল হক,বিশিষ্ট সমাজসেবক কাজী আহমদ করিম, প্রবাসী আবদুল্লাহ হাজারী ,ওমর ফারুক মুরাদ,ইউপি সদস্য আবদুল্লাহ মামুন প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি মোরছালীন হোসেন শামীম বলেন, দর্শকদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি। সবার সহযোগিতা পেলে তরুণ প্রজন্মকে মাদক ইভটিজিং কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দুরে রাখতে প্রতি বছর এধরনের খেলার আয়োজন করবো।