আজকের সময় প্রতিবেদক :
বাংলা সাহিত্যের প্রতিশ্রুতিশীল উদীয়মান কবি আফসার আলাউদ্দিনের ৪৭তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সমতট সাহিত্যাঙ্গন, ফেনী এর উদ্যোগে ১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০.০০ টায় ফেনী ভিক্টোরিয়া হাই স্কুলের লাইব্রেরি কক্ষে কবিকে নিয়ে আলোচনা, নিবেদিত কবিতাপাঠ ও গান দিয়ে “কবি ও কবিতার গল্প” নামে এক মনোঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবি স্বাাধীন মুর্শিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমতট সাহিত্যাঙ্গনের সভাপতি কবি মোহাম্মদ শফিউল হক এবং কবি ও গল্পকার কামাল মাহতাব।
অনুষ্ঠানের শুরুতে সমতট সাহিত্যাঙ্গনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে কবিকে সম্মাননা জানানো হয়। পরে আগত কবি, সাহিত্যিক ও পাঠকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় অনুভূতি জানিয়ে কবি আফসার আলাউদ্দিন বলেন, “মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ।”
কবি আফসার আলাউদ্দিনকে ঘিরে স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নেন কবির বন্ধু, শুভাকাঙ্খি ও আগত গুনগ্রাহী পাঠকগন। কবিকে নিয়ে মূল আলোচনায় অংশ নেন কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী, কবি আর কে শামীম পাটোয়ারী, সাংবাদিক জহিরুল ইসলাম সুমন, কবি সালেহা খানম, কবি ও নাট্যকার এফ. আই ফিরোজী এবং কবি ও ব্যাংকার মোহাম্মদ মোসলেহ উদ্দিন। আলোচকদের আলোচনায় কবি আফসার আলাউদ্দিনের শৈশব, শিক্ষা ও সৃজন কর্ম সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়।
কবিকে নিবেদিত কবিতাপাঠে অংশ নেন কবি বকুল আক্তার দরিয়া, প্রবাসী কবি ইবনে বেলায়েত, কবি নিজাম ফরায়েজী, অভিনেতা মুহাম্মদ আবদুল কাইয়ুম, অনুবাদক নাজিম মোহাম্মদ, কবি ও সম্পাদক উত্তম অরণ এবং সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ আলমগীর হোসেন।।
অনুষ্ঠানকে আরো বেশি প্রানবন্ত করে জন্মদিনের কবির কন্ঠে গান ও আবৃত্তি। লালনগীতি পরিবেশন করেন- বিশিষ্ট সমাজকর্মী জামাল হোসেন শামীম।
অনুষ্ঠানে আফসার আলাউদ্দিনের বায়রা ভাই ও বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুর রহমান এবং ভাগিনা মোঃ জিয়াউর রহমান ও মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া শুভেচ্ছা জানাতে আরো আসেন কবি হেলাল শাহাদাত, কবি ও প্রকাশক মোস্তাফা মুহিত প্রমুখ।