Home » উদয়ন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

উদয়ন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

by aadmin

আজকের সময় রিপোর্ট :

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাচ থুবি ইউনিয়নের সুবর্ণপুর উদয়ন কিন্ডার গার্টেন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মাসুদ খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা লালমাই উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:ফরহাদ আলম খান, সুবর্ণপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানে হেলাল উদ্দিন খান, মো: আরাফাত আলম খান, মো: ইলিয়াস খান, মো: হান্নান খান, কুমিল্লা সাততলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: নুরুল আমিন প্রমুখ।
উপস্থিত ছিলেন অত্র এলাকার সরদার মো: শাজাহান খান, মো:শামীম খান, মোঃ সোহাগ খান, কুমিল্লা জজকোর্টের এড: লাবিব খান সহ অন্যান্য উপস্থিত ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আওয়াল খান। অনুষ্ঠানটি সার্বিকভাবে উপস্থাপনার দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক জনি ও সাইমা।

আরো খবর