Home » ইয়াকবুপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরন

ইয়াকবুপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরন

কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে পবিত্র কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরন শনিবার স্থানীয় দুধমুখা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১ম স্থান বিজয়ীকে ৫ হাজার, ২য় স্থান বিজয়ীকে ৪ হাজার, ৩য় স্থান বিজয়ীকে তিন হাজার টাকা নগদ অর্থ ও সনদ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ফাইনাল রাউন্ডে সকল প্রতিযোগীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান। ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলী আকবর শাহীন, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবদুল্যাহ আল মারুফ।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির রাজ্জাক ও সাধারন সম্পাদক মাহামুদুর রহমান রাসেলের সার্বিক তত্বাবধানে কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ মাওলানা বেলাল হোসাইন, হাফেজ মুহাম্মদ আজিজুল হক, হাফেজ মাওলানা আনিসুর রহমান এবং ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন মোঃ শাহ আলম, তরুন শিল্পী নুরুল আবছার তারেক, আবদুল করিম প্রমুখ।
পরিচালনা কমিটির সহ-সাধারন সম্পাদক ইয়াকুব রকি ও মোঃ হারুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সহ-সভাপতি ইস্কান্দার শাহজাদা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফ উল্যাহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরন, সদস্য সাজেদুল ইসলাম কমল, সৈয়দ বায়োজিদ হোসেন, ফরিদুল আরম মুন্না, প্রবাসী সদস্য আবদুল হাই রকি প্রমুখ।

আরো খবর