আবদুল আজিজ সায়েম, ফেনী:
ইকোরেইন, ইকোরেভল্যুশনের সিস্টার কনসার্ন, দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার সমাধান নিয়ে কাজ করার জন্য সচেতনতামূলক প্রচারাভিযান ও সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
শহীদ মিনার প্রাঙ্গণে সচেতনতা ক্যাম্পেইনে স্থানীয় তরুণরা পরিবেশ রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল পানির সঠিক ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। ২য় অধিবেশনে ফেনী শহরের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মূল সেমিনার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইকোরেভল্যুশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরাজুল হক এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি অর্পন দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইকোরেভল্যুশনের উপদেষ্টা মোশারফ মিলন।
কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট জলবায়ু বিজ্ঞানী ও ইকোরেভল্যুশনের উপদেষ্টা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী শাখার সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকোরেভল্যুশনের উপদেষ্টা ও সমাজসেবক ইমনুল হক, সহকারী শিক্ষক দিবাকর পাল, আনোয়ার হোসেন রতন, আব্দুল হালিম। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু সহনশীলতা, পানি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনধারার গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন। ইকোরেইন এবং ইকোরেভল্যুশনের এই যৌথ উদ্যোগকে স্থানীয় জনগণ ও পরিবেশবিদরা প্রশংসিত করেছেন।