দাগনভূঞা প্রতিনিধি :
শ্রেণিকক্ষ সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে দাগনভূঞা উপজেলার দুধমুখা বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসায়। বর্ষাকালে বৃষ্টির পানি, গ্রীষ্মে রৌদ আর শীতে কুয়াশায় আসবাবপত্র নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণও ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে।
টিনের বেঁড়া আর, কাঠ-বাঁশের চৌকাঠে জোড়াতালি দিয়ে চলছে প্রতিটি ক্লাসের দেয়ালগুলো। ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। এমন শংকায় অভিভাবকরাও চিন্তিত।
বিজয়পুর গ্রামে সরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ৪/৫ কিলোমিটার দূরবর্তী স্কুল মাদ্রাসায় যেতে হয় শিক্ষার্থীদের। দূর পথের কারনে অনেক ছাত্র ছাত্রী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে শুরু হয় বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার কার্যক্রম। বর্তমানে দেড় শতাধিকের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষকদের নিরলস পরিশ্রমে প্রতিষ্ঠার পর থেকে ছাত্র ছাত্রীরা মেধা বৃত্তি সহ ভালো ফলাফল অর্জনে সফলতা দেখিয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, বর্তমানে মাদ্রাসার প্রধান সমস্যা শ্রেণিকক্ষ সংকট। প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আসবাবপত্র না থাকায় শিক্ষকরা ক্লাস নিতে হিমশিম খাচ্ছে।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক জানান, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর সহযোগিতায় শীঘ্রই নতুন ভবনের কাজ শুরুর উদ্যোগ নেয়া হবে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কোরবান আলী রাজা জানান, সকলের সহযোগিতায় বহুতল ভবন নির্মান হলে বিজয়পুর ও আশপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাদ্রাসাটি ব্যাপক ভূমিকা রাখবে।
দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন জানান, মাদ্রাসাটি পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। এলাকার প্রতিষ্ঠিত শিল্পপতি ও প্রবাসীরা এগিয়ে আসলে দ্রুত অত্যাধুনিক ভবন নির্মিত হবে এবং শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।
অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকরি সহযোগিতা পেলে মাদ্রাসাটি বিজয়পুরের সম্মান অক্ষুণ্ণ রাখবে। সকলের সহযোগিতায় বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মিত হবে বলে এমন আশা স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের।