

ফেনী প্রতিনিধি, আজকের সময় :
” আমরা বিকশিত হবো পুবালির আঙ্গিনায় “- এই প্রত্যয়ে ১৯৯৬ সালের ১লা জানুয়ারীতে, ফেনীর মাষ্টার পাড়ায়, রামতারা শিশু পার্কের ঈশানকোণে ফেনী পৌরসভা প্রদত্ত ভবনে পথচলা শুরু করে দীর্ঘ ২৭ বছরে প্রাপ্তির ঝুলিতে অর্জিত হয়েছে অনেক অনেক জাতীয় পুরষ্কার। গৌরবান্বিত করেছে পুবালিকে।সমৃদ্ধ করেছে সাংস্কৃতিক অঙ্গনকে।শিক্ষায় বিনোদনে সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকার পাশাপাশি বৈশ্বিক মহামারী কোভিড কালীন সময়ের হোম কোয়ারান্টাইন চলাকালীন ত্রাণসামগ্রী নিয়ে শিল্পী পরিবারের পাশে দাঁড়ানো সাংস্কৃতিক সংগঠন পুবালি সাংস্কৃতিক কেন্দ্র, ১লা জানুয়ারী ২০২৩খ্রি. রবিবার, সকাল ৯.০০টা থেকে দিনব্যাপী জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া কৌতুক, নৃত্য, গীত, আবৃত্তি সমন্বয়ে উৎসবমুখর আনন্দঘন অনুষ্ঠানমালায়,জেলা শিল্পকলা একাডেমিতে উদযাপন করছে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে শুভ উদ্বোধন করেন ফেনীর মান্যবর জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ উল হাসান মহোদয়। এই প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুর রহমান মহোদয়। জেলা কালচারাল অফিসার জনাব এসটিএম কামরান হাসান মহোদয়। এছাড়াও জেলার সাংস্কৃতিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ পুবালি সাংস্কৃতিক কেন্দ্রর কোমলমতি ছাত্র ছাত্রী সহ অভিভাবকবৃন্দের সরব উপস্থিতিতে পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর হয়ে উঠে।
‘বিজয়ের ফল্গুধারা’
মুবতাসিম আহ্সান ইনান
৭-ই মার্চের সেই জ্বালাময়ী ভাষণ,
কোটি জনতার চেতনায় করেছে অগ্নিবর্ষণ!
২৫-শের ওই আঁধারতম রাত,
জন্ম দিয়েছে কতোই না অশ্রুপাত!
সেই কালরাত্রিতেই অশ্রুসিক্ত হৃদয় হতে এলো স্বাধীনতার অদম্য ঘোষণা,
এর গভীরেই লুকিয়ে ছিল বাঙালি জাতির হাজার বছরের বাসনা!
মুক্তির জন্য যুদ্ধে বাংলা মায়ের দামাল ছেলেরা করেছে আত্মদান,
এই ধন্য জাতি কখনো যেন না ভুলে সূর্যসন্তানদের দিতে প্রতিদান!
দীর্ঘ ৯ মাস ঝরিয়েছে যাঁরা এক নদী রক্ত,
শহীদ হয়ে মাতৃভূমিকে করেছে তাঁরা শত্রুমুক্ত!
৭১ – এ লাখো শহীদের বিনিময়ে পেয়েছি আমরা মহান স্বাধীনতার বিজয়,
৫০ বছর ধরে আমরা এগিয়ে চলেছি করতে বিশ্বজয়!!!
রচয়িতা: মুবতাসিম আহ্সান ইনান
সময়কাল: ২০২১, স্থান: ইলাশপুর, ফেনী।
শিক্ষার্থী: ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (এসএসসি: ২০২২)
সংবাদদাতা, আজকের সময় :
বাংলাদেশ টেলিভিশন, বেতার, এফ টিভি’র গীতিকার সুরকার কবি মু. ইকবাল চৌধুরীকে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ কাল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে বর্নাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে সংগীত অনুষ্ঠান ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর বরেণ্য গীতিকার ডঃ গোলাম মোস্তফা।
বিশিষ্ট গীতিকার সুরকার সংগীত শিল্পীদের গুণীজন সংবর্ধনার মাধ্যমে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
এসময় আব্দুর রহিম, আলেয়া আরিফ, অনামিকা তালুকদার, আলমগীর আলাদ্দিন,সাইফুদ্দিন মাহমুদ খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে জনপ্রিয় শিল্পী মাসুদ ও রনীর মনোজ্ঞ সংগীতানুষ্ঠান চির দিনের গান অনুষ্ঠিত হয়। যাহা উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে।
সংবাদ বিজ্ঞপ্তি , আজকের সময় :
দৈনিক ফেনী সাহিত্য সাময়িকী নন্দকানন ৫০তম সংখ্যা প্রকাশ উপলক্ষে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ অক্টোবর) সকালে দৈনিক ফেনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর তায়বুল হক। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ফেনী সিটি কলেজ অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, গবেষক ও শিক্ষাবিদ ড. মেহেদী হাসান, প্রবীন সাংবাদিক আবু তাহের, মাহবুব উল আলম, শিক্ষাবিদ ও কবি শিখা সেন গুপ্তা।
বক্তারা শিল্পসাহিত্যে ফেনীর গৌরবময় অতীত তুলে ধরেন। নন্দকানন ফেনীর সাহিতচর্চায় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন।
দৈনিক ফেনী প্রকাশক ও সম্পাদক আরিফুল আমীন রিজভীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সম্পাদক আলমগীর মাসুদ। সাহিত্য আলোচনায় কবিতা পাঠ করেন কবি সবুজ আহমেদ, সালেহা খানম, উত্তম দেবনাথ, মোজাম্মেল হোসেন, রাবেয়া সুলতানা এবং বিভীষণ বসাক।
নন্দকানন ও ফেনীর সাহিত্য প্রসঙ্গে বক্তব্য রাখেন কবি ওবায়েদ মজুমদার, ইকবাল আলম, দেবব্রত সেন, মোহাম্মদ সফিউল হক। ফেনীর সংবাদপত্রে সাহিত্য প্রসঙ্গে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ আবু তাহের, আসাদুজ্জামান দারা, ফেনী সাংবাদিক ইউনিয়ন সভাপতি যতন মজুমদার, দৈনিক আমার ফেনী প্রকাশক ও সম্পাদক জমির বেগ।
সাহিত্য আলোচনায় আরও উপস্থিত ছিলেন কবি ও লেখক শাহাদাত মাহমুদ সিদ্দিক, আফসার আলাউদ্দিন, কাঞ্চি সাহিত্য কাগজের সহযোগী সম্পাদক হানিফ মজুমদার, সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজীব সরোয়ার, কবি ও লেখক আবদুস সালাম ফরায়জী, কবি আর কে শামীম পাটোয়ারী,পানসী সাহিত্য সাময়িকী সম্পাদক বকুল আকতার দরিয়া, কবি রাবেয়া সুলতানা, তরুণ লেখক ইমরান ইমন, কবি দীপঙ্কর শীল প্রমুখ।
এসময় দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, সময় টিভি জ্যেষ্ঠ সহযোগী প্রতিবেদক আতিয়ার সজল, দৈনিক বণিকবার্তা ফেনী প্রতিনিধি নূরউল্ল্যাহ কায়সার, দৈনিক মানব জমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক ইনকিলাব ফেনী প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক স্টারলাইন প্রতিবেদক আবদুল আজিজ ফয়সাল।
সংবাদাতা : আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ ও এপার বাংলা ওপার বাংলার উদ্যোগে সার্ক কবিতা উৎসব ও কবি সম্মেলন এর বাস্তবায়ন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে সংগঠনের কেন্দ্রীয় ও ফেনী জেলা কমিটির সমন্বয়ে ফেনীর একটু চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম বাঙ্গালী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার নাথ, সহ-সভাপতি ফরিদা আক্তার মায়া ও মজিবুর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সালাম ফরায়েজী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শোয়েব মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক এফ আই ফিরোজী, সহ-সাধারণ সম্পাদক সাইরাস চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাইয়ুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানভীর চৌধুরী স্বাধীন, মানবসেবা সম্পাদক জিয়াউর রহমান, সদস্য গাজী মোহাম্মদ হানিফ, খোন্দকার মাহবুব ই এলাহী প্রমুখ।
সভায় সার্ক কবিতা উৎসব ও কবি সম্মেলনকে কিভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে বিষদ আলোচনা করা হয় এবং বেশ কিছু উপ-কমিটি গঠন করা হয়। সান্ধ্যভোজন শেষে সংগঠনের এবং সভাপতি সভা সমাপ্তি ঘোষনা করেন।
It was not said
rokeya Rahman Keya
The mind was like a child
looks like a flower,
After getting everything, he became selfish.
Don’t do it and love is ugly,
His name is formalin poisoned body.
You have not lived for a long time, what a virtue
If you are a white minded person, you will be rich.
rokeya Rahman Keya, Arizona, America.