Home » মনুরহাট সমাজকল্যাণ সোসাইটির ফ্রী মেডিকেল ক্যাম্প ও ইফতার সামগ্রী বিতরণ

মনুরহাট সমাজকল্যাণ সোসাইটির ফ্রী মেডিকেল ক্যাম্প ও ইফতার সামগ্রী বিতরণ

by aadmin

ফেনী প্রতিনিধি :

মনুরহাট সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ইফতার সামগ্রী বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়।
সোসাইটির সেক্রেটারী এস এম মাছুম বিল্লাহ’র পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য দেবপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির সহ সভাপতি ফেনী সাংস্কৃতিক সংসদের সভাপতি মুহাম্মদ ইলিয়াস।
আরো উপস্থিত ছিলেন মানারাত হাসপাতাল ছাগলনাইয়ার ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন, সোসাইটির সহ সেক্রেটারী অধ্যক্ষ খুরশিদ আলম মজুমদার, কোষাধ্যক্ষ মোমিন হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি তোয়ালেব মাহমুদ পবন, হাজী ফয়েজ উল্লাহ, মোহাম্মদ হানিফ, মোজাম্মেল হক খোন্দকার, আব্দুল হালিম খোন্দকার, শাহাদাত হোসেন সবুজ প্রমুখ।
মানারাত হাসপাতাল ছাগলনাইয়ার সার্বিক সহযোগিতায় সকাল থেকে ব্লাড গ্রুপিং, ডায়বেটিস পরীক্ষা, প্রেসার মাপা সহ অর্ধ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিকালে সোসাইটির অফিসে প্রায় ১০০ জনকে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়।

আরো খবর