Home » এলাহীগঞ্জ প্রিমিয়ার লীগ( ইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরণ

এলাহীগঞ্জ প্রিমিয়ার লীগ( ইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরণ

by ajkersomoy

আজকের সময়, ফেনী :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ প্রিমিয়ার লীগ( ইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরুষ্কার বিতরণ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ শনিবার এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া।
এলাহিগঞ্জ ডাক্তার বাড়ি গোল্ডেন সংসদ এর উপদেষ্টা আলী আহাম্মদ সুমন এর সভাপতিত্বে ও ফেনী জেলা যুবদলের সদ্য সাবেক কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ইন্জিনিয়ার মো. আলমগীর কবির রাকিব এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন এম এ, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল,ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেসবাহ উদ্দিন ভূইয়া, রয়েল সিমেন্ট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মো.জাহিদুল ইসলাম ও পাঁচগাছিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. ইউসুফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা গিয়াস উদ্দিন, কৃষকদলের সাধারণ সম্পাদক রিয়াজ ফরায়জী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এয়াকুব আলী খোকনসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী লোকজন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে লক্ষীয়ারা ইয়াং সোসাইটি ও রানার্সআপ আবুপুর সূর্য তরুণ একাদশ। শেষে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মেজবাহ উদ্দিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন,যেকোনো প্রতিযোগিতায় জয় পরাজয় থাকবে। তবে সমাজ থেকে মাদক, ইভটিজিংসহ অপরাধ কর্মকাণ্ড বন্ধে খেলাধুলা চর্চার বিকল্প নাই।তাই বেশি বেশি করে খেলাধুলার চর্চা করতে হবে এবং এবং খেলাধুলার আয়োজনে যুব সমাজকে উৎসাহিত করতে হবে।

আরো খবর