Home » দাগনভূঞা নূর মোহাম্মদ আজমী ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

দাগনভূঞা নূর মোহাম্মদ আজমী ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

by ajkersomoy

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর নূর মোহাম্মদ আজমী ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

নুর মোহাম্মদ আজমী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ফাজলুল্লাহ হাসানের সভাপতিত্বে এতে বিশেষ ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সোহরাব আল হোসাইন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম।

ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মাওলানা নুর মুহাম্মদ আ’জমী সাহেব (রঃ) জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া, ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হোসেন রুমন , সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীম, অর্থ সচিব ইকবাল হোসেন সোহেল, সদস্য নজরুল ইসলাম পাবেল প্রমুখ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরো খবর