ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ইথেরিয়াল (ইংলিশ মিডিয়াম স্কুল)’র কুরআন ক্লাসের সবক প্রদান সোমবার সকালে অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা এক অনন্য দিন উদযাপন করেছেন, কায়দা বিভাগ থেকে আমপারা, আমপারা বিভাগ থেকে কুরআন নাযেরা এবং নাযেরা শেষে হিফয বিভাগে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য সবক ও দোয়া প্রোগ্রামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মেম্বার ও ঐতিহ্যবাহী ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ফারুক আহমদ। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক প্রদান করে দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে অনুপ্রেরণা যোগায়।
ইথেরিয়াল স্কুলে ইংলিশ মিডিয়ামে অধ্যয়ন করেও শিক্ষার্থীরা কুরআন শিক্ষার অনন্য সুযোগ লাভ করছে । তারা শুধু একাডেমিক জ্ঞানে নয়, নৈতিক শিক্ষা ও সুশীলতার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলছে। এর ফলে, তারা জীবনের প্রতিটি পর্যায়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বজায় রাখতে সক্ষম হবে।
এসময় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।