নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছেরপোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অফিস।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকারের সার্বিক তত্বাবধানে ১৫ টি ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও ২টি উন্মুক্ত জলাশয়ে প্রায় ৩ শত ৪২ কেজি মাছেরপোনা অবমুক্ত করেন নোয়াখালী জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।
এসময় তিনি বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে কোম্পানীগঞ্জে বিভিন্ন জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাজিদ কাউছার খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজীমসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।