Home » ফেনীর শ্রেষ্ঠ শাপলা মৎসজীবি সমবায় সমিতি

ফেনীর শ্রেষ্ঠ শাপলা মৎসজীবি সমবায় সমিতি

by আজকের সময়

নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :

মাছ চাষে অসামান্য অবদান রাখায় ফেনী জেলার শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত হয়েছে পূর্ব ছিলনীয়া শাপলা মৎসজীবি সমবায় সমিতি।সম্প্রতি জাতীয় মৎস সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিনা আক্তার সমিতির সভাপতি ইলিয়াস চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সেরার স্বীকৃতি দেন।
ফেনী জেলা প্রশাসন ও মৎস অধিদফতরের জেলা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবার সারাদেশে পালিত হচ্ছে মৎস সপ্তাহ। ফেনী জেলার অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রেষ্ঠস্থান অর্জন করায় শাপলা মৎসজীবি সমিতিকে অভিনন্দন জানান। জবাবে সমিতির সভাপতি ইলিয়াস চৌধুরী জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং এই স্বীকৃতিকে প্রেরণা হিসেবে নিয়ে আগামিতে জাতীয় পর্যায়ে পুরষ্কার পাওয়ার আশাবাদ জানান।
উল্লেখ্য, ফেনীতে চাহিদার তুলনায় দুই হাজার টন বেশি মাছ উৎপাদিত হচ্ছে। মুহুরি সেচ প্রকল্পের সুবিধাকে কাজে লাগিয়ে জেলায় মৎস চাষে বিপ্লব সাধন করেছেন। এই বিপ্লবে এবার নেতৃত্বের আসন পেল ফেনী সদর উপজেলার ছনুয়া মডেল ইউনিয়নের পূর্ব ছিলনীয়া শাপলা মৎসজীবি সমবায় সমিতি।
কালিদাস পাহালিয়া নদীর ৪০ একর পরিত্যক্ত জলাশয়ে দীর্ঘ দিন পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ করে আসছে। চলতি অর্থ বছরে সমিতি প্রায় ৪০ টন মাছ উৎপাদন করেছে, যার বাজার মূল্য অন্তত এক কোটি টাকা। কৃতিত্বপূর্ণ এই অবদানের কারণে জাতীয় অর্থনীতি ব্যাপকভাবে উপকৃত হওয়ার স্বীকৃতি হিসেবে শাপলা মৎসজীবি সমবায় সমিতিকে জেলার শ্রেষ্ঠ আসনের সম্মান দিল জেলা প্রশাসন।

আরো খবর