আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর বামনী বাজার স্কুল মার্কেটে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। মরহুম মুক্তিযোদ্ধা হামিদুল হক সাহেবের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে রামপুর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সমন্বয়ে এ খেলার আয়োজন করা হয়।
বুধবার বাদ মাগরিব উক্ত টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়। রামপুর ইউনিয়ন বি এন পি’র সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুরের সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্না’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনছার উল্যাহ,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য কামাল উদ্দিন, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম বুলবুল, রামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলাল, রামপুর ইউনিয়ন যুবদল নেতা নইমুল হক কাঠার, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন সুমন, রামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক এনামুল হক মঞ্জু, রামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর নবী রাজু, চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন জামায়েত নেতা মোহাম্মদ সেলিম, রামপুর ইউনিয়ন জামায়াতের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রহমান তানভীর, রামপুর ৭ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগ সভাপতি বেলায়েত হোসেন ফরহাদ প্রমুখ।
খেলায় মোট ৮ টি দল পরস্পর মোকাবিলা করে। প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করা হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ত্রিশ হাজার টাকা ও রানার্সআপ দলকে বিশ হাজার টাকা প্রাইজ মানি পুরস্কার দেওয়া হয়।