আজকের সময় প্রতিবেদক :
আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী জেলা ৩২৮২ বাংলাদেশের যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটি ও ফেনী মুহুরীর যৌথ উদ্যোগে এবং ফ্লোরা কম্পিউটার এন্ড টেকনোলজী এর সার্বিক সহযোগিতায় তিন মাস মেয়াদি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরস্থ ফ্লোরা কম্পিউটার এন্ড টেকনোলজীতে উক্ত ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ফ্লোরা কম্পিউটার এর সত্ত্বাধিকারী ও রোটার্যাক্ট ডিস্ট্রিক্টি ডিরেক্টরি কমিটি চেয়ারম্যান সিপি শহীদুল ইসলাম পাটোয়ারী এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি জেলা ৩২৮২ এর জেলা গর্ভনর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি জালাল উদ্দীন বাবলু, এরিয়া ডিরেক্টর পিপি সাইদুল মিল্লাত মুক্তা ।
এছাড়াও উপিস্থিত ছিলেন রোটার্যাক্ট জেলা প্রতিনিধি পিপি শরিফুল ইসলাম অপু, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এর চার্টার প্রেসিডেন্ড সিপি আরাফাত উল মিল্লাত দিপুল, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি ওসমান গনি রাসেল, ডেপুটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি আবু বকর ছিদ্দিক ডালিম, রিজিওনাল প্রতিনিধি ও ফেনী মুহুরীর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শেখ ফরিদ, ডিস্ট্রিক্ট এডিটর পিপি জাহিদুল ইসলাম শুভ, ফেনী সিটির সভাপতি মাজহারুল ইসলাম পাভেল, ফেনী মুহুরীর সভাপতি অনিক মজুমদার, ফেনী মুহুরীর সেক্রেটারি হৃদয় দে সহ দুই ক্লাবের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার সার্বিসিং এর উপর ৩ মাস মেয়াদি সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।