দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সামাজিক সংগঠন হিলফুল নূর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে ভবানীপুর কেন্দ্রীয় ঈদগাঁহ কমপ্লেক্স প্রাঙ্গনে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুত সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, আমাদের সময় দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখারুল আলম। হিলফুল নূর ফাউন্ডেশনের পরিচালক মো: মওদুদুর রাহমান হৃদয় ও সহ-পরিচালক শেখ সাজ্জাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভবানীপুর কেন্দ্রীয় ঈদগা কমপ্লেক্সের সভাপতি মাওলানা আব্দুল মোতালেব মতিন, সহ-সভাপতি ডা: আবুল বাশার, হিলফুল নূর ফাউন্ডেশনের উপদেষ্টা আমির খান, উপদেষ্টা মাহবুবুর রহমান মানিক, উপদেষ্টা মাস্টার জাফর ইকবাল সুমন।
অনুষ্ঠানে অর্ধশতাধিক শীতার্ত সুবিধাবঞ্চিতের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।