স্টাফ রিপোর্টার, আজকের সময় :
দাগনভুইয়া উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃত্তি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।
বৃত্তি পরিক্ষা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম কমল ও বৃত্তি ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক ডিঃ কৃষিবিদ আব্দুল্লাহ আল মারূফের সঞ্চালনায় বক্তব্য রাখেন,, ইয়াকুবপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রানা, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক এম শরীফ ভূঞা, ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার, বৃত্তি ফাউন্ডেশনের সহ-সভাপতি ইস্কান্দার শাহজাদা, সহ-সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব রকি, দাগনভুঁইয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, উত্তর চন্ডিপুর ইসলামীয়া দাখির মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, দুধমুখা আইডিয়াল স্কুলের শিক্ষক বাকের হোসেন, বরইয়া আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক কামরুল হাসান রিজভী, বৃত্তি ফাউন্ডেশনের প্রবাসী সদস্য কামাল হোসেন, সঞ্জীব ভট্টাচার্য, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম প্রমুখ।
পরীক্ষায় ৩য় থেকে ৮ম শ্রেনি পর্যন্ত অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে ও ৮৪ জন সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।