Home » সেবারহাট দারুল আযহার হিফজ মাদ্রাসার সবক ও অভিভাবক সমাবেশ

সেবারহাট দারুল আযহার হিফজ মাদ্রাসার সবক ও অভিভাবক সমাবেশ

by আজকের সময়

মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার দারুল আযহার হিফয মাদ্রাসা অভিভাবক সমাবেশ ও হাফেজ ছাত্রদেরকে সবক পাগড়ী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রাঙ্গনে বুধবার সকালে অনুষ্ঠানে মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব (মুহতামিম, নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসা, নোয়াখালী।)
আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা মুফতী নুরুল ইসলাম, পরিচালক, জামিয়া আমানিয়া মাদ্রাসা সেনবাগ,
হযরত মাওলানা মুফতি ইউসুফ কাসেমী, পরিচালক আশ্রাফুল উলুম মাদ্রাসা দাগনভূইয়া, হাফেজ মুহাম্মদ শরীফুল ইসলাম।
প্রতিষ্ঠাতা পরিচালক দারুল কুরআন ইন্টারন্যশনাল হিফজ মাদ্রাসা নোয়াখালী, হযরত মাওলানা আশরাফ আলী দিদার, মহাসচিব নুরানী তালীমুল কুরআন বোর্ড চটকিবাড়ী নোয়াখালী।
মাদ্রাসার পরিচালক নিজামুদ্দিন বলেন প্রতিটি মুসলামকে দ্ধীনি শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলমানদের জন্যে ফরজ।
মোহাম্মদপুর ইউপির সদস্য কাজী জহিরুল ইসলাম মাসুদ বলেন যারা মুসলমানদের মাদ্রাসা দ্ধীনি শিক্ষার ব্যপারে কুচক্র করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব।
কাদরা ইউপির সাবেক সদস্য আমিনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন সহ আরো অনেকই অত্র প্রতিষ্ঠানের ৪ জন ছাত্রকে পাগড়ি এবং ১০ জনকে সবকের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করে।

আরো খবর